স্টাফ রিপোর্টার : মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তবে মামলার তদন্ত কর্মকর্তা চাইলে এসপিকে আসামি হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবেন। কক্সবাজার জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, আজ বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে পুলিশ সুপারকে আসামি করার জন্য আবেদন জানান নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার। আবেদন আমলে নিয়ে শুনানি শেষে বিজ্ঞ আদালত বিকেল ৫টার দিকে এসপিকে আসামি করার আবেদন খারিজ করে দেন।
এ ব্যাপারে পাবলিক প্রসিকিউটর পিপি ফরিদুল আলম গণমাধ্যমে জানান, নতুন কাউকে আসামি করার এখতিয়ার বাদির নেই। তবে মামলার তদন্ত কর্মকর্তারা তদন্তের স্বার্থে নতুন করে কাউকে আসামি করতে পারেন।
মামলার বাদী ও মেজর সিনহার বড় বোন শারমিন জানান, এসপি এবিএম মাসুদ হোসেন সিনহা হত্যাকাণ্ডের শুরু থেকেই মামলার আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে যাচ্ছেন। উনি ক্ষমতার অপব্যবহার করছেন। ঘটনার সময় তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিনহার গাড়িতে নাকি মাদকদ্রব্য পাওয়া গেছে। একজন পুলিশ সুপার হিসেবে তিনি এমনটি বলতে পারেননা। এভাবে তিনি প্রতিনিয়ত মামলার তদন্ত কাজে বাঁধার সৃষ্টি করছেন।