স্টাফ রিপোর্টার : মেজর(অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি করার আবেদন জানিয়েছেন মামলার বাদি ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) জ্যেষ্ঠ বিচারকি হাকিম ( কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহর আদালতে এই আবেদন করেন তিনি। তার আইনজীবী মোহাম্মদ মোস্তফা গণমাধ্যমে জানান, আদালত আবেদন গ্রহণ করেছেন। তবে এখনও কোনো আদেশ দেননি। যে কোনো সময় আদেশ আসতে পারে।
আবেদনে বলা হয়, সিনহা হত্যার আগে ও পরে পুলিশ সুপারের সাথে মামলার আসামিদের অনেকবার যোগাযোগ হয়েছে। এসপি মাসুদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ মামলার আসামিদের সহযোগিতা করে যাচ্ছেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকেও এই মামলার আসামি করা প্রয়োজন।
সিনহার বোন শারমিন আরও বলেন, আমার প্রত্যাশা আদালত আমার এই আবেদন আমলে নিয়ে এসপি মাসুদকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই পুলিশ কেন্দ্রে নির্মমভাবে হত্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান কে।