স্টাফ রিপোর্টার : বাংলাদেশে সিনোভ্যাক বায়োটেকের করোনাভাইরাস টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল টেস্ট ট্রায়ালের অনুমোদন পেয়েছে কোরিয় গবেষণা সংস্থা এলএসকে গ্লোবাল ফার্মা সার্ভিস। ঢাকার ৭টি হাসপাতালের প্রায় ৪২০০ স্বাস্থ্যকর্মীর উপর এই ট্রায়াল চালানো হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় জন হপকিন্স অনুসারে, করোনাভাইরাসের হটস্পট হিসেবে দক্ষিণ এশিয়ায় ভারত ও সৌদি আরবের পরই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশে এরইমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন ৪ হাজারেরও বেশি মানুষ।
এলএসকের মতে, টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে হাসপাতালগুলো নির্বাচন করা হয়েছে, সেগুলোতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়। ফলে ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত রাখতে এবং সেকেন্ডারি সংক্রমণ রোধে ওই হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের উপর এই রোগের প্রতিষেধক টিকা পুশ করা হবে।
করোনা বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। তাই সংস্পর্শহীন ক্লিনিক্যাল ট্রায়াল চালাবে এলএসকে, এমনটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে। প্রতিষ্ঠানটি সংস্পর্শহীন ট্রায়ালের সুবিধা হিসেবে কম খরচ, কম সময় এবং সংস্পর্শ ছাড়াও ট্রায়ালের গুণগত মান বজায় থাকবে এমন কথা উল্লেখ করেছে।