স্টাফ রিপোর্টার : মন্ত্রীসভায় ‘দ্য সিভিল কোর্টস (অ্যামেনমেন্ট) অ্যাক্ট, ২০২১’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এই খসড়ার অনুমোদন দেওয়ার কারণে দেশের সব সিভিল কোর্টগুলোতে বিচারকদের আর্থিক এখতিয়ারের পরিমাণ বাড়ানো হচ্ছে। মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে বলেন, ‘সহকারী জজের আর্থিক এখতিয়ার (জমি বা সম্পত্তির মূল্য) দুই লাখ টাকা থেকে বাড়িয়ে ১৫ লাখ টাকা, জ্যেষ্ঠ সহকারী জজের চার লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা এবং আপিল শুনানির ক্ষেত্রে জেলা জজের এখতিয়ার পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।’
বর্তমানে পাঁচ কোটি টাকা বা তার বেশি কোনো আপিল করতে হলে হাইকোর্টে যেতে হয়। কিন্তু খসড়াটি যদি আইন আকারে চূড়ান্ত হয়ে যায়, সেক্ষেত্রে জেলা জজ একই আপিলের শুনানি পরিচালনা করতে পারবেন।