স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহ রাজধানীর বাসাবোর সবুজবাগ শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিলে তার লাশ সেখানে নিয়ে যাওয়া হয়।
এর আগে, সি আর দত্তের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে তার মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়। ফুল দিয়ে সেখানে সকল শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ঢাকেশ্বরী মন্দিরে সেনাবাহিনীর পক্ষ থেকে সি আর দত্তের প্রতি একটি গান স্যালুট দেয়া হয়। পরে সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পান। সেখান থেকে তার মরদেহ সবুজবাগ মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
গত ২৫ আগস্ট সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।