স্টাফ রিপোর্টার : সামনের সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি-বজ্রপাত হতে পারে।
এছাড়াও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় অঞ্চলে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর আপাতত কম সক্রিয় অবস্থায় আছে এবং উত্তর ঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে। তবে আগামীকালের মধ্যে উত্তর-বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রার সামান্য বৃদ্ধি হতে পারে বলেও জানা গেছে।
তবে, আবহাওয়া অধিদপ্তর দেশের নদীবন্দরগুলোকে কোনো সতর্কতা সংকেত দেখাতে বলেনি। নদীগুলোতে নির্বিঘ্নে নৌযান চলাচল করতে পারবে।