স্পোর্টস ডেস্ক : আজ সকালেই অসুস্থ অনুভব করছিলেন সৌরভ গাঙ্গুলী। পরে হঠাৎ করেই অসুস্থতার মাত্রা তীব্র হয়ে গেলে মাথা ঘুরিয়ে মাটিতে পরে যান তিনি। তবে ডাক্তাররা বলছেন, সঠিক সময়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছেন সৌরভ।
সকালে অসুস্থতা অনুভব করার পর সৌরভ নিজেই তার ব্যক্তিগত চিকিৎসক সপ্তর্ষি বসুকে ফোন করেন। তিনিই সৌরভকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সৌরভ গাঙ্গুলীর চিকিৎসায় এরইমধ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সরোজ মণ্ডল, আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো ডাক্তাররা রয়েছেন সেই দলে। কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জেন-রা আগামী ৪৮ ঘণ্টা সৌরভকে নজরে রাখবেন। যদিও এদিন বাইপাস সার্জারি নিয়ে কোনও ইঙ্গিত দেননি চিকিত্সকরা।
ডাক্তাররা জানিয়েছেন, সৌরভের হৃদপিণ্ডে ৩টি ব্লক ধরা পড়েছে। ঠিক সময়ে হাসপাতালে আসার কারণে বড় বাঁচা বেঁচে গেছেন। তবে তার ইসিজি রিপোর্ট ভালো। আপাতত তাকে আগামী ২ দিন নজরে রাখা হবে। যে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন, সেটি এখন নেই। সার্জারি নিয়েও এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আপাতত সৌরভের জ্ঞান ফিরেছে। কোনো ঝুঁকিও নেই। তাকে একটু পর খাওয়ানো হবে।