স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এমনিতেই ছিটকে পড়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান। তবে এবার আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েও আবেদন করেছেন সাকিব।
জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগামী মাসে নিউজিল্যান্ড সফর চলাকালীন সময়ে ছুটি চেয়েছে সাকিব আল হাসান। তবে তার ছুটির আবেদনের প্রেক্ষিতে এখনও নীরব বিসিবি।
বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে মার্চের মাঝামাঝি। প্রথম ওয়ানডে ২০ মার্চ। পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।