স্টাফ রিপোর্টার : কুমিল্লায় আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে সাড়ে ৭টার দিকে ফুনকা ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশ জানায়, আজ সকালে জিল্লুর তার মেয়ে এবং স্ত্রীকে সঙ্গে করে মেয়ের প্রাইভেট শিক্ষকের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথে ফুনকা ইটভাটা সংলগ্ন ব্রিজের কাছে ১০/১২ জনের একটি দল তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ২০১৭ সালের ৩০শে মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ড থেকে জিল্লুর রহমান চৌধুরী নির্বাচন করেন। আগামী নির্বাচনেও তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ছিলেন।
পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।