স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সব হিন্দু-বিধবাগণ স্বামীর সব ধরণের সম্পত্তিতে ভাগ পাবেন বলে রায় দিয়েছে হাইকোর্ট। বুধবার(২ সেপ্টেম্বর) একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ।
বিধবারা স্বামীর সব ধরণের সম্পদে ভাগ পাওয়ার অধিকার রাখেন না, এমন দাবি করে ১৯৯৬ সালে খুলনা কোর্টে এক মামলা দায়ের করেন এক বিধবার দেবর জ্যোতিন্দ্রনাথ মন্ডল। ওই মামলার রায়ে বিচারক বলেছিলেন, বিধবারা স্বামীর অ-কৃষি সম্পত্তিতে অধিকার রাখলেও কৃষি জমির উপর কোনো ধরণের অধিকার রাখেন না।
এরপর সেই রায়ের বিপক্ষে আপিল করা হয়। উভয়পক্ষের দীর্ঘ শুনানি এবং আইনজীবীদের পরামর্শে হাইকোর্ট অবশেষে রায় দেন, বিধবা নারীরা স্বামীর কৃষি অ-কৃষি সকল ধরণের সম্পত্তিতে অধিকার রাখেন।
উল্লেখ্য, গত ৮৩ বছর ধরে স্বামীর কৃষি জমিতে কোনো ধরণের অধিকার ছিলো না হিন্দু স্ত্রীদের। তবে দীর্ঘ ২৪ বছরের আইনি প্রক্রিয়া শেষে এই অসঙ্গতি দূর করে রায় দিলেন বিজ্ঞ আদালত। আজকের এই রায়ের পর থেকে হিন্দু বিধবারা স্বামীর সম্পদে উত্তরাধিকার হওয়ার ক্ষমতা ভোগ করতে পারবেন।