স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারির কারণে এ বছরের পূজায় সন্ধ্যা আরতির পরপরই দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হবে পূজামণ্ডপ। অর্থাৎ সন্ধ্যা আরতির পর থেকে কোনো দর্শনার্থী পূজামণ্ডপে প্রবেশ করতে পারবেন না। তবে মণ্ডপের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে প্রবেশ করতে পারবেন। এছাড়াও এ বছর নিজ উদ্যোগে প্রতিমা বিসর্জন দেয়ারও অনুরোধ করা হয়েছে। সেই সাথে প্রতিমা বিসর্জনের সময় কোনো ধরণের শোভা যাত্রা না করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। শুধুমাত্র একটি ট্রাকে করে প্রতিমা ঘাটে নিয়ে বিসর্জনের কথা রয়েছে।
আজ বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে। তবে এর আগে গত সপ্তাহে পূজা কমিটির একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতে পারবেন। কিন্তু করোনার দ্বিতীয় দফা সংক্রমণের আশঙ্কা থাকায় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে পূজা উদযাপন পরিষদ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদল নির্মল কুমার চ্যাটার্জি বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে জনগণকে সচেতন করেছেন। মাস্ক ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলেছি স্বাস্থ্যবিধি মেনে পূজামন্ডপে যেতে পারবে। তবে তার সাথে আমরা নতুন নির্দেশনা যুক্ত করেছি। পূর্বের নির্দেশনায় ছিল রাত ৯টায় পূজামন্ডপ বন্ধ রাখতে হবে। নতুন নির্দেশনায় সময়টা আরও এগিয়ে এনেছি। সন্ধ্যা আরোতির পর সারা দেশের পূজামন্ডপে আর কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।