বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চলতি প্রজন্মের অভিনেত্রী আশা চৌধুরী(ইন্না লিল্লাহি…..রাজিউন)। সোমবার দিবাগত রাতে ঢাকার টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় চিরতরে স্তব্ধ হলো তার আশা।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ঢাকার বোর্ড বাজার এলাকা থেকে ফিরছিলেন এই অভিনেত্রী। সেখানে তাদের নিজেদের বাসার কাজ চলছে। সেটা দেখভাল করে ফেরার কথা ছিল তাদের রূপনগর আবাসিক এলাকার বাসায়। সেখান থেকে ফেরার পথে রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। তার মাথা ঘটনাস্থলেই থেঁতলে যায়। সেখানকার দায়িত্বরত দারুস সালাম থানার পুলিশ কর্মকর্তারা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় চার বছর আগে আশার টেলিভিশন নাটকের অভিনয়ে আসা। অভিনয়কেই সে পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। শিল্পী হিসেবে বিটিভির তালিকাভুক্ত হয়েছিলেন। একজন পেশাদার অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। এই অভিনেত্রী মারা যাওয়ার দুই দিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। নাটকে তার সহশিল্পী ছিলেন সালাহউদ্দিন লাভলু এবং আনিসুর রহমান মিলন।
চার বোনের মধ্যে সবার বড় ছিলেন আশা চৌধুরী। তিনি ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজিতে(বিইউবিটি) ল’তে ৭ম সেমিস্টারে পড়াশোনা করছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা। বাদ আসর মিরপুরে জানাজা শেষে তাকে কালশী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।