বিনোদন ডেস্ক: “দাম লাগাকে হাইসা” সিনেমার সেই মোটা মেয়েটির কথা মনে আছি কী! ওই ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে আলোচনায় আসেন ভূমি। এরপর ২১ কিলো ওজন কমিয়ে সকলকে চমকে দিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। এবার আবারও হট লুকে তাক লাগিয়েছেন ভূমি।
সম্প্রতি একটি ম্যাগাজিন-এর ফটোশ্যুটে নজর কেড়েছেন এই মডেল ও অভিনেত্রী ভূমি পেডনেকর।
ডিজাইনার ফাল্গুনী ও শানে পিকক-এর ডিজাইন করা পোশাক পরে ফ্রেমবন্ধি হয়েছেন তিনি। একাধিক এথনিক পোশাকে মোহময়ী দেখাচ্ছিল তাকে।
প্রসঙ্গত শেষবার “দূর্গামতি” সিনেমায় দেখা গিয়েছিল ভুমিকে।