স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন এলাকায় চাকরির আশ্বাস দিয়ে শ্যালিকাকে গ্রাম থেকে নিয়ে এসে হত্যার ভয় দেখিয়ে ৩ মাস ধরে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ১০ টার সময় বাসন কড্ডা খোয়ারপাড়া এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আলী আকবর(৩৫) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মুখ্যপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে মেট্রোপলিটন বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করতো।
গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ৩ মাস আগে ভিকটিমকে(৩০) গার্মেন্টস এ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গাজীপুরে নিয়ে আসে তার দুলাভাই আলী আকবর। প্রথমে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সেখানে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তাতে ভিকটিম রাজি না হওয়ায় তার প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছে। এক পর্যায়ে ভিকটিম নিরুপায় হয়ে র্যাব-১ গাজীপুর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়ে আইনগত সাহায্য কামনা করে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক আলী আকবরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, অভিযুক্ত ধর্ষক আলী আকবর ইতোমধ্যে ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। ভিকটিম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় আলী আকবরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।