স্টাফ রিপোর্টার : সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে এরফান সেলিমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র এবং মাদক রাখার দায়ে দুইটি মামলায় ৬ মাস করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল ইসলামকেও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে জানান, সুনির্দিষ্ট প্রমাণ ও আলামতের ভিত্তিতে আমরা আমাদের অভিযান পরিচালনা করেছি। অভিযান পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, এরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় অভিযান শুরু করে র্যাব। চকবাজারের ২৬ নম্বর দেবীদাস ঘাট লেনের বাড়িতে অভিযান চালিয়ে হাজী সেলিমের দ্বিতীয় ছেলে মোহাম্মদ এরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে বাড়ি তল্লাশি চালিয়ে দুইটি অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।