স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সংসদ সদস্য এবং ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ১৩ বছর দণ্ডাদেশ মামলার যাবতীয় নথি তলব করেছে হাইকোর্ট। ঢাকার বিশেষ জজ আদালতকে আগামী ৭ই ডিসেম্বরের মধ্যে এসব নথি হাইকোর্টে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন(দুদক) এ মামলায় তাকে ২০০৮ সালের ২৭ এপ্রিল ১৩ বছরের কারাদণ্ডও দেওয়া হয়। তারও এক বছর পর ওই কারাদণ্ডাদেশ-টির বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম।
আপিলের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে হাজী সেলিমের সাজা বাতিল করেন। ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালে পুনরায় শুনানি অনুষ্ঠানের নির্দেশ দেন আপিল বিভাগ।