স্টাফ রিপোর্টার : শুরা বৈঠকের পর চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা পরিচালনার জন্য মুহতামিম হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩ জন। মুফতি আবদুস সালাম চাটগামী, আল্লামা শেখ আহমদ ও মাওলানা ইয়াহহিয়া, এই ৩ জনের দল এখন থেকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পালন করবেন। তাদের সাথে মাদ্রাসার শিক্ষা পরিচালক ও প্রধান শায়খুল হিসেবে দায়িত্ব পেয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। আর মাওলানা হাফেয শোয়াইবকে সহকারি শিক্ষা পরিচালকের পদ প্রদান করা হয়েছে।
তবে শুরা বৈঠকে এখনও হেফাজতের পরবর্তী আমিরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
এছাড়াও শুরা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কমিটির ৩ জনের ঐক্যমতে আসতে হবে। অন্যথায় সিদ্ধান্ত কার্যকর হবে না। এছাড়াও মাদ্রাসায় ছাত্র আন্দোলনের নামে শিক্ষকদের রুম ভাঙচুর ও লুটপাটের বিষয়ে আল্লামা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা ওমর, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মুফতি জসিম উদ্দিনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয় বৈঠকে। এছাড়াও মাওলানা আনাস এবং নূরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত এখনো বহাল রাখা হয়েছে।
ওদিকে, শুরা কমিটিতে করোনা চলাকালীন সময়েও স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসা খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় হাজারো শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা খুলে দেয়ার অনুরোধ জানানো হয়।