স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে সাক্ষর সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সাক্ষর রাজশাহী নগরীড় মতিহার থানার অক্ট্রোয় মোড় এলাকায় লোটাস নামের একটি ছাত্রাবাসে থাকতেন।
জানা গেছে, সাক্ষর রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে শেষ বর্ষে অধ্যয়ন করছিলেন। তার চূড়ান্ত বর্ষের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছেন। তিনি শুধুমাত্র ফলের জন্য অপেক্ষা করছিলেন।
রোববার দুপুর ১২টার দিকে ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থীরা। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাক্ষরের বন্ধু রানা জানান, গতকাল রাত প্রায় সাড়ে ৩টার দিকে সাক্ষর ঘুমাতে রুমে যায়। কিন্তু আজ সকালে বেলা ১১টা বাজার পরও সে ঘুম থেকে না উঠায় ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থীরা তাকে ডেকে তোলার চেষ্টা করেন। কিন্তু কেউ কোন সাড়া না পেয়ে বাধ্য হয়ে সাক্ষরের রুমের দরজার ওপরে থাকা একটি ভেন্টিলেটর ভাঙেন। এরপর সেখান দিয়ে একটি লাঠি ঢুকিয়ে দরজা খোলেন। ভেতরে ঢুকে তারা সাক্ষরকে অচেতন অবস্থায় পেয়ে রুয়েটের অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানা আরও বলেন, তিনি লোটাস ছাত্রাবাসে থাকেন না। তবে যতটুকু বুঝতে পারছেন, এটি অস্বাভাবিক কোনো মৃত্যু না। তবে কী কারণে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত সাপেক্ষে বলা সম্ভব।
মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল এরইমধ্যে পরিদর্শন করা হয়েছে। সাক্ষরের রুমমেটদের ধারণা, সে স্ট্রোক করেছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে। সাক্ষরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।