স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে পরিস্থিতির আশানুরূপ উন্নতি সাধিত না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলারও চিন্তাভাবনা চলছে। মূলত এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে।