স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ই আগস্টের জাতির পিতাকে হত্যা আর ২১শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা একই সূত্রে গাঁথা। আজ সোমবার আওয়ামী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন মন্ত্রী।
এসময় ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর হত্যাকাণ্ড আর ২০০৪ এর গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ঘটানো হয়েছে। ৭৫ এ টার্গেট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ২১শে আগস্টে মূল লক্ষ্য ছিলেন শেখ হাসিনা।
এসময় মেজর জিয়ার প্রসঙ্গ উঠিয়ে মন্ত্রী বলেন, মেজর জিয়া যদি সেসময় বঙ্গবন্ধু খুনিদের প্রশ্রয় না দিত, দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত না করতো, বঙ্গবন্ধুর খুনিদের হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ অনুমোদন না দিত, তাহলে আজ ইতিহাস অন্যরকম হতো। যারা খুনের বিচার বন্ধ করে, খুনিদের প্রশ্রয় দেয়, তারাও সমান অপরাধী। ১৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক দলের মধ্যে কর্ম সম্পর্কের যে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি হয়েছিল, সে দেয়াল ২১ আগস্টের ঘটনায় আরও উঁচু হয়েছে।