স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৫ বছর পর ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে আশা জাগ্রত হয়েছে। ২০১২ এর জানুয়ারিতেই সংক্ষিপ্ত একটি সফরে পাকিস্তান যেতে পারে ইংলিশ ক্রিকেট দল।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি এ তথ্য নিশ্চিত করেছে। ইসিবি আরো জানিয়েছে, তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে এই সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছে। তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দেখছে।
এর আগে, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৫-০৬ সালে। কিন্তু এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হওয়ায় পাকিস্তানে সফর বন্ধ করে দেয় বিশ্বের অনেক দেশই। তবে ওই হামলার পর শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফর করেছে। এছাড়াও পাকিস্তানে পাকিস্তান সুপার লিগ(পিএসএস) অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক বার্তায় ইসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার ব্যাপারটি নিশ্চিত করে। তারা আরো জানায়, পিসিবির কাছ থেকে আগামী বছরে সংক্ষিপ্ত সফরের জন্য আমরা আমন্ত্রণ পেয়েছি। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে শুরু করেছে, বিষয়টিকে আমরা স্বাগত জানাই। এক্ষেত্রে আমরাও চেষ্টা করব পাকিস্তানকে সহায়তা ও সমর্থন দিতে। কিভাবে তাদের সেখানে আন্তর্জাতিক ক্রিকেটকে আরও উন্নত করা যায় সে বিষয়ে সহায়তা করতে।
তবে আমরা আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও দেখব। এছাড়াও করোনা পরিস্থিতিও সফরে প্রভাব ফেলতে পারে। তবে এই সফর সংক্রান্ত বিষয়ে আমরা পাকিস্তান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করবো। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।