স্টাফ রিপোর্টার : পদ্মাসেতুর নির্মাণকাজ শেষ হতে ২০২২ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকের পর এক জুম ব্রিফিংয়ে এই কথা বলেন মন্ত্রী।
এসময় সেতুর নির্মাণকাজ শেষ হতে দেরি হওয়ার কারণ হিসেবে করোনাভাইরাসকে দায়ী করেন মন্ত্রী। বলেন, ২০২১ এ এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও মহামারির কারণে কাজে বাধা পড়েছিল। তাই নির্মাণকাজ শেষ হতে ২০২২ পর্যন্ত সময় লাগবে। এছাড়াও মূল সেতু এবং নদীশাসন তদারকি করার জন্য পরামর্শক সংস্থার মেয়াদ আরো ৩৪ মাস বাড়ানো হয়েছে বলে গণমাধ্যমে জানান মন্ত্রী। এই বর্ধিত মেয়াদের কারণে সরকারের ব্যয় হবে ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার টাকা।
এর আগে, প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজের তদারকির জন্য নিয়োজিত প্রতিষ্ঠানটির সঙ্গে এ বছরের আগস্ট মাস পর্যন্ত চুক্তি করা হয়েছিল।