স্টাফ রিপোর্টার : ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়ে যাওয়ার কারণে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২ দিন ইলিশ সংরক্ষণ, আহরণ, বিক্রি এবং পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ সচিবালয়ে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
মন্ত্রী বলেন, ১৪ অক্টোবর থেকে আগামী ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। এসময় দেশের জলসীমায় কোনোভাবেই ইলিশ আহরণ করা যাবে না। এছাড়াও প্রজনন চলাকালীন সময়ে মা ইলিশ কোনোভাবেই আহরণ করতে দেয়া হবে না। এছাড়াও মা ইলিশ থাকতে পারে এমন নদীগুলোতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নৌ-পুলিশ ও কোস্টগার্ড ছাড়াও আধুনিক উপায়ে এখন থেকে মনিটরিং করা হবে যাতে কোনো নৌকা বা জাহাজ ইলিশ ধরতে না পারে। সেই সাথে বিদেশী কোনো নৌযান মাছ ধরতে এলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।