স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয় দেশে মৃতের সংখ্যা ৫৯২৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৩২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর ফলে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জনে দাঁড়িয়েছে। ওদিকে গেল একদিনে ১৪৪২ জন সুস্থ এবং এখন পর্যন্ত মোট ৩ লাখ ২৪ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২০৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৫৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ লাখ ৩৬হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯.৫১ শতাংশ। মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।