স্টাফ রিপোর্টার : এবারের মৌসুমে বন্যাসহ নানা দুর্যোগের কারণে আলুর উৎপাদন কম হয়েছে। আর এতে করে দেশে আলুর দাম সর্বকালের রেকর্ড অতিক্রম করে গেছে। সরকারি উদ্যোগে আলুর দাম নির্ধারণ করে দেয়া হলেও কেউ পরিবর্তিত মূল্যতে আলু বিক্রয় করছেন না। এমতাবস্থায় টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার হিমাগার(কোল্ডস্টোরেজ) মালিকদের সাথে এক বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উক্ত বৈঠক শেষে মন্ত্রী বলেন, ৩ দিনের মধ্যেই ২৫ টাকা দরে টিসিবি আলু বিক্রি শুরু করবে। এছাড়াও বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরও ৩ স্তরে আলুর দাম নির্ধারণ করে দিয়েছে। সেটি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।