অনলাইন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জেরে দীর্ঘদিন ধরেই জেরার মুখে ছিলেন রিয়া চক্রবর্তী। এরই মধ্যে গতকাল দুপুরে মাদক সরবরাহে জড়িত থাকা এবং সুশান্তের মৃত্যুর অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। ভারতের নারকোটিক্স নিয়ন্ত্রণ ব্যুরো(এনসিবি) রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে।
এনসিবি মাদক সরবরাহের ব্যাপারে তথ্যের জন্য রিয়াকে জেরা করলে এক এক করে উঠে আসে বলিউডের অন্তত ২৫ তারকার নাম। তারা সকলেই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রিয়া অনেক বলিউডের তারকাদের নাম উল্লেখ করেছেন, এর মধ্যে অভিনেতা ছাড়াও পরিচালক এবং প্রযোজকরাও রয়েছেন। তাদের সকলকে আগামী ১ সপ্তাহের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দপ্তরে ডাকা হবে বলেও জানা গেছে।
ওদিকে রিয়ার দাবি, কেদারনাথ ছবির সেটে নিয়মিত গাঁজা নিয়ে আসতেন সুশান্ত। রিয়া সব ব্যাপারেই যথেষ্ট সহযোগিতা করছেন, এমনটি জানিয়েছে এনসিবি। তবে কিছু কিছু ব্যাপার রিয়া চতুরতার সাথে এড়িয়ে যাচ্ছেন এবং ঘুরিয়ে উত্তর করছেন।