অনলাইন ডেস্ক : দীর্ঘ ২৮ বছর পর আর্মেনিয়ার শহর শুশা-তে আযানের ধ্বনি শোনা যাবে। আর্মেনীয় দখল থেকে কারাবাখের এই শহরটি রোববার দখলমুক্ত করার পরপরই আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘোষণা দেন।
আল জাজিরা এবং ডেইল সাবাহ নামের আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, ১৯৯২ সালের মে মাসের ৮ তারিখে কারাবাখের দ্বিতীয় শহরটি দখল করে নিয়েছিল আর্মেনীয় বাহিনী। তখন থেকেই কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি শহর হিসেবে নাম ছিল শুশা’র।
আজারবাইজানের প্রেসিডেন্ট আরো বলেন, আমরা বিশ্বকে প্রমাণ করব কারাবাখ ঐতিহ্যগতভাবে আজারবাইজানের অন্তর্ভুক্ত। দীর্ঘ ২৮ বছর পর এখন সেখানে আযানের ধ্বনি শোনা যাবে। আজারবাইজানের রাজধানী বাকুতে যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট আরো বলেন, আমরা বিজয়ের পথে পা বাড়িয়েছি, শহরগুলো পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছি। যদি আর্মেনীয় নেতারা আমাদের দাবি নিয়ে সাড়া না দেয়, আমরা এই যুদ্ধের শেষ দেখে ছাড়বো।