স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৩৯ জনের মৃত্যু হয়েছে, যেটি গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন ৩৯ জনসহ করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৫২ জনে। সেই সাথে নতুন রোগী শনাক্ত হয়েছে ২২১২ জন, মোট শনাক্ত ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৫২হাজার ৮৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গেল একদিনে শনাক্তের হার ১৩.৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.৮১ শতাংশ। মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
অন্যান্য শীতপ্রধান দেশের মত বাংলাদেশেও আসতে পারে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ, এমনটি আগে থেকেই সতর্ক করে দিচ্ছিলেন বিশেষজ্ঞরা। এর মধ্যে আজ গেল ২ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে। তবে কি বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ আসন্ন? তা সময়ই বলে দিবে।