স্পোর্টস ডেস্ক : ৩০০ দিনেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর এই দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচে নেমেই দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা।
প্রথমেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অভিষিক্ত হাসান মাহমুদ ও সাকিবের বিধ্বংসি বোলিংয়ে আগে ব্যাট করতে নেমে ১২৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬.১ ওভার হাতে রেখে ছয় উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।
শুরুর দিকে ভালোই সূচনা করেছিল স্বাগতিকরা। বিনা উইকেটে পাওয়ার প্লেতে ৩৯ রান করেন ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। তবে ১৪তম ওভারে প্রতিরোধ গড়া এই জুটি ভাঙে লিটন দাসের বিদায়ে। লিটনের পর দ্রুত নাজমুল শান্ত ফিরে গেলে ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬ ওভারে ২ উইকেটে ৫৭ রান।
এরপর বিদায় নেন অধিনায়ক তামিম ও সাকিব আল হাসান। তামিম ৪৪ ও সাকিব করেন ১৯ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিনার আকিলের ঘূর্ণি বাংলাদেশকে বেশ ভালোই কাবু করছিল। প্রথমে লিটন, এরপর সাকিবের পরিবর্তে তিন এ নামা নাজমুল শান্তকে আউট করে চমক দেখান তিনি। আকিল হোসেনের স্পিন ঘূর্ণিতে ঘায়েল হয়ে সাজঘরে ফিরে যান তামিমও। সবশেষ সাকিবকেও আউট করে ৪ উইকেট তুলে নেন আকিল হোসেন। সাকিবের বিদায়ের পর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গী করে জয় নিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহীম। মুশফিক অপরাজিত ছিলেন ১৯ রানে।