স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৬ দফা দাবি বঙ্গবন্ধুর নিজের চিন্তাধারার ফসল। কারো পরামর্শে তিনি এই দাবি পেশ করেননি। আমাদেরও এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বুধবার(২৬ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান আমলে আমরা পশ্চিম পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ছিলাম। কিন্তু মেধা থাকা সত্ত্বেও বাঙালিদের পিছিয়ে রাখা হয়েছিল। দেশের স্বাধীনতার পেছনে ৬ দফার ভূমিকা অনেক। জাতির পিতা আমাদের সেই স্বাধীনতা উপহার দিয়ে গেছেন।
৭৫’ এর ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধীরা এ দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত করে দিতে চেয়েছিল। আমাদের বিজয়কে তারা নস্যাৎ করে দিতে চেয়েছিল।
এসময় শেখ হাসিনা আরো বলেন, ইতিহাস তার নিজের গতিতে এগিয়ে যায়। ইতিহাস মোছাও যায় না, বদলানোও যায় না। এটি আজকে প্রমাণিত সত্য। আজকে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব এমনকি জাতিসংঘও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎযাপনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা সম্ভব হয়নি।