আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে প্রায়ই মাঝারি থেকে মৃদু ভূকম্পনের শিকার হতো জাপান। কিন্তু শনিবার সকালে শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠে জাপানের রাজধানী টোকিও। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে জানা গেছে, ভূমিকম্পটির উৎস ছিল টোকিও থেকে ৪০৭ কিলোমিটার উত্তর-পূর্বে। জাপানের স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকাল ৮.১৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মাটি থেকে ৪৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল।
ওদিকে, জাপানের জন্য অশনি সংকেত দিলেন বিজ্ঞানীরা। জাপানের একদল বিজ্ঞানী গবেষণা করে জানিয়েছেন, শিগগিরিই বড় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানতে চলেছে জাপানে। রিখটার স্কেলে এর মাত্রা হতে পারে ৮.৫ বা তারও ঊর্ধ্বে। ভূমিকম্পের সাথে সুনামির সম্পর্ক রয়েছে। সেকারণে সুনামির সময় ৩০ মিটার পর্যন্ত উঁচু ঢেউ-এর আশঙ্কা ব্যক্ত করেছেন বিজ্ঞানীরা। ওদিকে, করোনা মহামারির মধ্যে এই ভূমিকম্পের আভাস জাপানের জন্য অশনি সংকেত বটে।