স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির নামে শুধুমাত্র তিনি একাই ব্র্যান্ডিং করতে পারবেন, অন্য কেউ পারবে না। এ সংক্রান্ত আইনি লড়াই দীর্ঘ ৯ বছর ধরে চলছিল। অবশেষে লড়াইয়ে সফল হলেন মেসি।
নিজের নামে আগে থেকেই ব্র্যান্ড করার ইচ্ছা ছিল লিওনেল মেসির। সেখানে ক্রীড়া সামগ্রী বিক্রি করার পরিকল্পনা ছিল তার। সেজন্য ২০১১ সালেই পেটেন্ট করিয়ে রাখেন এই আর্জেন্টাইন সুপারস্টার। কিন্তু সমস্যার সূত্রপাত হয় স্পেনের একটি কোম্পানির ‘ম্যাসি’ নামের সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিক্রি করাকে কেন্দ্র করে।
নিজের নামের কাছাকাছি হওয়ার কারণে অনেকেই মনে করতে থাকেন এটি মেসির নিজস্ব ব্র্যান্ড। সে জন্যই ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করেন মেসি। ওই মামলা করার দীর্ঘ ৯ বছর পর আদালতের রায়ে মেসি সফল হন। ওই সাইকেল কোম্পানিটিকে এখন নিজেদের নাম পরিবর্তন করতে হবে।